Sharing is caring!
মোঃ মালিক মিয়া বিশেষ প্রতিনিধি কমলগঞ্জ :
দারিদ্র্যতার কষাঘাত ও স্বাবলম্বী হওয়ার লক্ষে একজন দরিদ্র মহিলাকে একটি সেলাই মেশিন দিয়েছে আলোর দিশারি নামক একটি সামাজিক সংগঠন। একঝাক তরুনদের নিয়ে গঠিত শিক্ষা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও সমাজসেবামুল সংঘটন আলোরদিশারীর গঠিত হয় কয়েক বছর আগে। সেই সংঘটনের কাজের সাফল্যের ধারাবাহিকতায় একজন দরিদ্র মহিলাকে স্বাবলম্বী হওয়ার জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। আজ ২৪ জানুয়ারি কমলগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ডের নগর মহল্লার দরিদ্র মানোয়ারা বেগমের স্বামি পরিত্যক্ত মেয়ে পলি আক্তার কে সংগঠনের নিজ অর্থায়নকৃত সেলাই মেশিন টি প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মো.আফজাল হোসেন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মুক্তাদির আহমদ,সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব রাজিম। সহ সভাপতি মিজানুর রহমান মসুদ,যুগ্ন সম্পাদক আহমেদ রেজিভী,প্রচার সম্পাদক নাঈম ইসলাম,সমাজসেবক এনামুল হক,ইয়াকুব আলি, মুসলিম মিয়া, ও জোয়াহিদ প্রমুখ।