১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোর শহরে ওষুধের গোডাউনে অগ্নিকান্ড, পাঁচ লাখ টাকা ক্ষতি

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২০
যশোর শহরে ওষুধের গোডাউনে অগ্নিকান্ড, পাঁচ লাখ টাকা ক্ষতি

Sharing is caring!

Manual3 Ad Code

আব্দুর রহিম রানা, যশোরঃ যশোরের একটি ওষুধের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকা মালামালের ক্ষতি হয়েছে।
শুক্রবার সকালে শহরের মাইকপট্টি এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চতুর্থ তলায় বিচিত্রা
সার্জিকেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এএম জামাল উদ্দিন বিলু বলেন, সকাল ৬টার দিকে বিচিত্রার গোডাউনে আগুন লেগেছে খবর পাই। দমকল বাহিনীকে আগে খবর দিয়ে ঘটনাস্থলে আসি। তাদের লোকজন এসে পানি
দিয়ে আগুন নেভায়।
প্রতিষ্ঠানের মালিক নব কুমার বলেন, সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়েছে। গোডাউনে ১০ লাখ টাকার অধিক বিভিন্ন
সার্জিকেলের মালমাল ছিল। কমপক্ষে ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমরা মার্কেটের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সাকির্টের কারণে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।