Sharing is caring!
মো. আবুল হাসেম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
“মাদককে না বলুন, ক্রীড়ার সাথে মেতে উঠুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী এবং অতিথি মহোদয়গণদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার রাত ৮: ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে, টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিল লামা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোস্তফা জামাল ।
গেস্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন জহিরুল ইসলাম মেয়র, লামা পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন – জনাব জাহেদ উদ্দিন ভাইস চেয়ারম্যান লামা উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, জনাব অপ্পেলা রাজু নাহা অফিসার ইনচার্জ লামা থানা, জনাব বিজয় আইচ
সহ- সভাপতি লামা উপজেলা আওয়ামীলীগ, জনাব প্রদীপ কান্তি দাশ সাংগঠনিক সম্পাদক লামা উপজেলা আওয়ামীলীগ, জনাব ডাঃ জাহাঙ্গীর আলম উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনাব করিমুল মোস্তফা স্বপন, সায়েদ হোসেন জুয়েল সহ সাংবাদিকবৃন্দ ।
টুর্ণামেন্ট ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন – রাজিব রক্ষিত ।
##সিনিয়র চ্যাম্পিয়নঃ
তারেক-সোহাগ জুটি ।
##সিনিয়র রানার্স-আপঃ
সাগর-সাকিব জুটি ।
#জুনিয়র চ্যাম্পিয়নঃ তপন- অজয় জুটি
#জুনিয়র রানার্স-আপঃ শান্ত-
রবিউল জুটি।
প্রধান অতিথি মোস্তফা জামাল বলেন- সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা মাধ্যমে কৃতি খেলোয়াড়দের আরো দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে । এতে দেশের গন্ডি পেরিয়ে খেলোয়াড়রা বিদেশে ও সাফল্য দেখাতে পারবে ।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা এগিয়ে আসলে দেশের খেলাধুলার গুনগতমান দিন দিন বৃদ্ধি পাবে ।