Sharing is caring!

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
পদ্মা সেতুর ২২ তম স্প্যানটি ওয়ান-ই সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের উপর বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হলো ৩ হাজার ৩ শত মিটার (৩.৩ কিলোমিটার)।
মাওয়া প্রান্তের সবচেয়ে কাছের স্প্যান এটি।প্রকৌশলীদের চেষ্টায় সফল ভাবেই স্প্যানটি বসানো সম্ভব হয়েছে।
২০১৪ সালের ডিসেম্বর মাসে ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বীতল সেতুর কাজ শুরু হয়।
সেতুতে মোট ৪২ টি পিয়ার থাকবে বসানো হবে ৪১ টি স্প্যান।আগামী জুলাই মাসে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ভাসমান ক্রেনবাহী জাহাজে করে কুমারভোগ স্প্যান ইয়ার্ড থেকে রওনা করে সেতুর ৫ ও ৬ নম্বর পিয়ারের কাছে পৌছায়।
ইয়ার্ড থেকে পিয়ারের দুরত্ব কম থাকায় অল্প সময়ের মধ্যেই বেলা ১১টা ৩০মিনিটে সেতুর ২২তম স্প্যানটি ৫ ও ৬ নম্বর পিয়ারের উপর বসানো হয়।এ মাসে আরও ১টি স্প্যান বসার কথা রয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান আগামী ২৫ জানুয়ারি চায়নিজ নিউ ইয়ার থাকায় নির্ধারিত সময়ের দু’দিন আগেই ৫ ও ৬ নম্বর পিয়ারে বসানো হচ্ছে স্প্যান টি।