Sharing is caring!
রাজিব হোসেন সুজন, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চরকাজল এলাকায় অবস্থিত মেসার্স মদিনা ব্রিক্স নামক একটি ইট ভাটায় আজ ২৩ জানুয়ারি সকাল আনুমানিক ১১.০০ টা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
এসময় লাইসেন্স ব্যতিত অনুমোদনহীন ভাবে ইট প্রস্তুতের অভিযোগে পরিবেশ অধিদপ্তর, বরিশাল এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুল হালিম এর নির্দেশে উক্ত ইট ভাটাটি গুড়িঁয়ে দেওয়া হয় এবং উক্ত ইট ভাটাটির মালিক মোঃ মনজু কৌশলে পালিয়ে গেলে উক্ত ইট ভাটার ম্যানেজার মোঃ বেল্লাল হোসেন (সোহেল) এবং ম্যানেজার সহকারী মোঃ- শামিম হাওলাদার আটক করা হয়।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৪ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ লক্ষ টাকা হারে সর্বমোট ৪০লক্ষ টাকা অর্থ দন্ড ধার্য করা হয়, অনাদায়ে প্রত্যেককে ০১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।