Sharing is caring!
মোঃ আজাদ সিদ্দিকী সিরাজগঞ্জ (চৌহালী)প্রতিনিধিঃ চৌহালী উপজেলার চারটি ইউনিয়নে একযোগে খাষপুখুরিয়া, খাষকাউলিয়া, বাঘুটিয়া ও ঘোড়জান ইউনিয়নে’র শীতার্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৩,০০০ = তিন হাজার) পিছ কম্বল বিতারণ করা হয়। গত বৃহস্পতিবার দিনব্যাপী এসব ইউনিয়নে কম্বল বিতারণ করা হয়। কম্বল বিতারণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মো: ফারুক সরকার,চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ , সাধারন সম্পাদক চৌহালী উপজেলা আওয়ামীলীগ, মোঃ আবু নজির মাষ্টার সভাপতি ( ভার:) চৌহালী উপেজলা আওয়ামীলীগ, মোল্লা বাবুল আক্তার ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী, এসময় আরও উপস্তিত ছিলেন বিশিষ্ট, দানবীর শিল্পপতি মো: নজরুল ইসলামের ছেলে মো: মাহমুদুল হাসান, উমারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি , চেয়ারম্যান আলহাজ মো: আ: মতিন মন্ডল সহ সকল ইউনিয়ন /ওয়ার্ড আ’লীগের সভাপতি/ সম্পাদক এবং বিভিন্ন ইউ’পির সকল মেম্বারগন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দু ও গনমাধ্যম কর্মীরা উপস্তিত ছিলেন। শীত নিবারণের জন্য চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে’র অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছ।