Sharing is caring!
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বেকরা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে পূর্ব শত্রুর জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ।
বুধবার ২২ জানুয়ারি ২০২০ রাতের যে কোন সময় দুর্বৃত্তরা শতাধিক গাছ কেটে ফেলেছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে।
বাগান মালিক মুশুরিয়া গ্রামের মৃত খালেক শিকদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ বেকড়া গ্রামের মৃত হাশেমের ছেলে জহিরুল, নুর ইসলামের ছেলে জাহিদ,মৃত আজহার মিয়ার ছেলে নুরু,সেকান্দরের ছেলে ছালেক এবং তেবাড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত আনছেরের ছেলে জহের পূর্বশত্রুতার জেরে আমার বাগানের গাছ কেটে ফেলেছে বলে আমি ধারনা করছি।
এ গাছ কাটাকে কেন্দ্র করে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।