Sharing is caring!
মোসাম্মৎ মমতাজ বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন
সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মরহুম আব্দুল আলী তালুকদারে স্ত্রী এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকাদারের মা মোসাম্মৎ মমতাজ বেগম (৯০) বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মমতাজ বেগমের মৃত্যুর খবর পেয়ে বুধবার বিকেলে সাবেক মন্ত্রী ও জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মরহুমার বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় জাতীয়পার্টি (জেপি) এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এছাড়া মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ।