Sharing is caring!

মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর সদর প্রতিনিধি:
অনুমোদনহীন খাদ্য ক্যামিকেল বিক্রয় করায় শাহেদ এন্ড ব্রাদার্স সিলগালা, ৫ ফার্মেসীতে জরিমানা।লক্ষ্মীপুর পৌর এলাকায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় লাইসেন্স বিহীন ফার্মেসীগুলোতে জরিমানা ও একটি খাদ্যের প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শফিক রেদোয়ান। এ সময় লক্ষ্মীপুর জেলা ড্রাগ সুপার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সদর হাসপাতাল সংলগ্ন ঔষধদের ৫ দোকানে ৩৫ হজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ করেন উপজেলা নির্বাহী অফিসার।তাছাড়া উত্তর তেমুহনী কালিবাজার রোড়ে অনুমোদনহীন খাদ্য ক্যামিকেল বিক্রয় করায় শাহেদ এন্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠান সিলগালা করা হয়।