Sharing is caring!
হাবিবুর রহমান রুবেল,হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভায় এবার উন্মুক্ত ভাতা বাছাই চলছে যা এখন সবার মুখেমুখে। এব্যাপারে স্থানিয় অনেকের সাথে কথাবলে জানা গেছে তারা বলেন, সকলের স্বাভিক সহযোগিতায় এবারই প্রথম দেশে মাইকিং লিফলেট সহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রসার করে প্রকাশে ভাতার কার্ড যাচায় বাচায় চলছে যা উপজেলায় এখন অন্যন্ন উদাহরণ ও অনু করনিয়। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন জানান,বিশেষ করে এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী মহোদয় জনাব সৈয়দা নাফিস সুলতানা ব্যাপক সহযোগিতা করেছেন। তাছাড়া পৌর মেয়র জনাব শাহিনুর রহমান রিন্টু, প্যানেল মেয়র খাইরুল ইসলাম সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দদের সহযোগিতায় এটা সম্ভব হচ্ছে।