Sharing is caring!
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান আজ সোমবার সকাল ৫ টা ৫০ মিনিট সময়ে মারা গেছেন।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তানজেল হোসেন খানের একমাত্র জামাতা শামিম আহমেদ খান জানান, রাত তিনটার সময় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে হাসপাতলে নেবার সময় গাড়িতেই তার মৃত্যু হয়।
জেলা ছাত্রলীগের সাবেক নেতা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান ১৯৫০ সালের ১১ই নভেম্বর জন্মগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম তানজেল হোসেন খানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে কানাডার টরন্টোতে বসবাস করছেন।
তানজেল হোসেন খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মাগুরা জেলা আওয়ামীলীগ, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগ, মাগুরা জেলা যুবলীগ, মাগুরা জেলা ছাত্রলীগ, মাগুরা জেলা কৃষকলীগ, মাগুরা প্রেসক্লাব, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মাগুরা বঙ্গবন্ধু সৈনিক লীগ গভীর শোক জানিয়েছে।