১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বামীর নির্যাতনে গৃহবধু হাসপাতালে

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২০
নাগরপুরে স্বামীর নির্যাতনে গৃহবধু হাসপাতালে

Sharing is caring!

Manual6 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচইরতা গ্রামের গৃহবধু শ্রাবণী স্বামীর বেধড়ক মারধরের শিকার হয়ে নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অমানবিক অত্যাচারের স্বীকার গৃহবধূ শ্রাবণী জানান,বিগত চার বছর যাবত তার সাথে আমি সংসার করে আসছি, আমার একটি ছেলে সন্তান আছে, আমি আমার স্বামীর সাথে প্রথম খুব ভালো ভাবেই সংসার করে আসিতেছিলাম কিন্তু পরবর্তীতে তার আচরণের অনেক পরিবর্তন হয় বলে জানান।
ইস্রাফিল -শ্রাবণী দম্পতির সংসারে সুখের কথা জিজ্ঞেস করলে শ্রাবণী জানান আমার মত এত কষ্টের সংসার করা যে কোন মেয়ের জন্য কষ্টদায়ক। আমি চাই না এররকম অত্যাচারিত স্বামীর সংসার করার চেয়ে মৃত্যু আমার অনেক ভালো।
তাকে মাঝেমধ্যে প্রচুর অত্যাচার ও মারধর করে নেশাগ্রস্ত স্বামী ইস্রাফিল।তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে টাকা দাবী করে।

Manual1 Ad Code

আজ ১৮/০১/২০২০ ইং রোজ শনিবার অনুমানিক সকাল ১১ ঘটিকার সময় পাচইরতা গ্রামের এক গৃহবধুকে অমানবিক অত্যাচার ও মারধর সহ বিভিন্ন স্থানে গরম শিক দিয়ে ছ্যাকা দেয় ও জখমের সৃষ্টি করে স্বামী মোঃ ইস্রাফিল মিয়া।
আজকে তার উপর মারধর ও অমানবিক অত্যাচারের ফলে অসুস্থ হয়ে শ্রাবনী নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শ্রাবণী আরও জানান, এলাকার লোক কয়েকবার বসে এর সমাধান করার চেষ্টা করে কিন্তু কোনমতেই এর সমাধান আসে নাই।এ বিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code