Sharing is caring!
মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
আজ ১৭/০১/২০২০ (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় খেরবাড়ী যুব সমাজ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়,
উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজহাট থানার ওসি রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ও ডাঃনুরনবী আজাদ সরকারি প্রথমিক বিদ্যালয়ের হেড মিসেস আনোয়ারা বেগম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী এজাজ আহম্মেদ (গুড্ডু)।
সংগঠনের পহ্মে উপস্থিত ছিলেন শাহজাদা,সাদ্দম,শামীম, আব্দুল কাদের,রুবেল,রানা প্রমুখ।
খেরবাড়ী যুব সমাজ একটি সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠন টি সেচ্ছায় হতদরিদ্র দের পাশে দাড়ায়।
সংগঠনের সভাপতি হাজী এজাজ আহম্মেদ (গুড্ডু) বলেন, খেরবাড়ী এলাকাতে কোনো রকম অরাজকতা সৃষ্টি না হয়, সে কারনেই সংগঠনটি গঠন করেছেন,তারা এলাকার জনসাধারণের পাশে থাকার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।