১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রবাসী অর্থায়নে বালাগঞ্জে সড়ক পাকাকরণ ও মাটি ভরাট কাজ উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
প্রবাসী অর্থায়নে বালাগঞ্জে সড়ক পাকাকরণ ও মাটি ভরাট কাজ উদ্বোধন

Sharing is caring!

Manual6 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জে প্রবাসীদের অর্থায়নে সড়ক পাকাকরণ ও মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার শিওরখাল গ্রামের ১হাজার ফুট সড়ক সিসি ঢালাই এবং মাটি ভরাটের মাধ্যমে আরও প্রায় ১হাজার ফুট সড়ক নির্মাণ ও প্রশস্থকরণ কাজের উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছের উদ্যোগে শিওরখাল গ্রামের প্রবাসীদের অর্থায়নে এসব সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক পাকাকরণ ও মাটিভরাট কাজের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পর্তুগাল প্রবাসী সমাজকর্মী হাজী তুরণ খান, যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান।
শিওরখাল পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মনোহর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, হাজী নছিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. ছমির আলী, সহ সাধারণ সম্পাদক মো. তজমুল আলী, প্রবীণ মুরুব্বি হাজী সোনাওর খান, হাজী রুস্তম আলী, হাজী হিরণ খান, আপ্তাব উল্লাহ, সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, সমাজকর্মী আব্দুস শহীদ খান, মো. সমছু মিয়া, জহির খান, শিওরখাল পূর্বাশা যুব সংঘের কর্মকর্তা সামসুল ইসলাম খান, হারুন খান, ইরণ খান, আব্দুশ শহীদ, মাসুকুর রহমান, জুবায়ের খান রাজু, কয়েস আহমদ, মো. তখলিছ মিয়া, ফুজায়েল খান সাজু, ইলু মিয়া, এনামুল হক, প্রবাসী সাহেদ খান প্রমুখ।