Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
অদ্য ১৬ ই জানুয়ারি ২০২০ খ্রিঃ সম্মানিত পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে ভোলা জেলা পুলিশের জানুয়ারি/২০ইং মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিগত মাসের অপরাধ নিয়ে পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে অপরাধ নিয়ন্ত্রণে ভোলা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় অপরাধ নিয়ন্ত্রন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার, সভায় ভোলা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ভোলা জেলা সকল থানার অফিসার ইনচার্জ,পুলিশ লাইন্স এর বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।