১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জে সালিশ বৈঠকে খুন: ১জন গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০
বালাগঞ্জে সালিশ বৈঠকে খুন: ১জন গ্রেফতার

Sharing is caring!

Manual2 Ad Code

ফাইল ছবি

Manual5 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের বালাগঞ্জে অালোচিত হরিশ্যাম গ্রামে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হাতে নিহত সনজব উল্লাহ হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করার সংবাদ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীর নাম আমরুছ আলী। গত ০৩ জানুয়ারি ২০২০ইং- তারিখে বালাগঞ্জ থানায় দায়েকৃত মামলার নম্বর-০৩, গ্রেফতার হওয়া অাসামী হরিশ্যাম গ্রামের ওয়াহাব উল্লাহর ছেলে অামরুছ আলী।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকা থেকে আমরুছ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার শারীরিক অসুস্থতার কারণে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত বুধবার (১৫ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বুধবার রাতে আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীর শারীরিক অসুস্থতার কারণে তাকে গ্রেফতারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, গত ১জানুয়ারি রাতে বালাগঞ্জের হরিশ্যাম গ্রামে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষে হামলায় একই গ্রামের মো. আব্দুল্লাহ ওরফে সনজব উল্লাহ নিহত হন।