Sharing is caring!
আল আমিন চট্রগ্রাম জেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ. জ. ম. নাছির উদ্দীনসহ সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়ালখালীর নব-সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুর ২:৩০ মিনিটে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাতে মোছলেম উদ্দীন আহমেদ বোয়ালখালীর সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নির্বাচিত দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ গুরুত্বপূর্ণ পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে মোছলেম উদ্দীন আহমেদকে বোয়ালখালী আসনের সংসদ সদস্য নির্বাচিত করে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন। এজন্য নব-সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।