Sharing is caring!
টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়ন এর আরজু ব্রির্কসএ ইটভাটায় পরিবেশ দূর্ষনের কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী।১৫ ই জানুয়ারি বুধবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার বোরহানউদ্দিন এলাকায় নির্মিত কাচিয়া ইউনিয়ন বৈদ্দের পোল এলাকার আরজু ব্রিকর্স নামের, ইটভাটায় ফায়ার সার্ভিস এর পানি দ্ধারা আগুন নিভিয়ে দেয় এবং ইট পোরানো চুংগা ভেঙে বন্ধ করে দেয়, পরিবেশ দূর্ষনের কারনে, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার। তাতে মালিক পক্ষ মাসফিকুর রহমান ( শাওন) জানায় এই অভিযানে প্রায় দশ লক্ষ টাকা তাদের ক্ষতি হয়েছে। এবং ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী সঙ্গে ছিলেন বোরহান উদ্দিন এর ফায়ার সার্ভিসের সদস্য, এবং বোরহান উদ্দিন থানার পুলিশ সদস্যরা।