Sharing is caring!
আব্দুর রহিম রানা, যশোর ; যশোর জিলা স্কুলের বাংলার শিক্ষক আব্দুর রহমানের বদলি ঠেকাতে গতকাল আন্দোলন করছে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। তারা যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
জিলা স্কুলের শিক্ষার্থী তানজিল হাসান রুপম, তাহসিন জুবায়ের খান, রাউফুল ইসলাম ক্রিপা শংকর, আনজুম শিপার ও কাজী অভি ইসলাম বলেন, আমাদের স্কুলের বাংলার শিক্ষক আব্দুর রহমানের মতো শিক্ষক হয় না। তাকে জিলা স্কুল থেকে বদলি করে সাতক্ষীরার তালায় বদলি করা হয়েছে। আমাদের এই শিক্ষক সব সময় নতুন উপকরণ নিয়ে আমাদের ক্লাস করান। বন্ধুর মতো আমাদের সাথে আচরণ করেন। তার তুলনা শুধুই তিনি। তাকে সরিয়ে নেওয়া চলবে না। আমরা স্যারকে এই স্কুলে চাই।
এব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, জিলা স্কুলের বাংলার শিক্ষক আব্দুর রহমান একজন ভাল শিক্ষক। এ নিয়ে কোন সন্দেহ নেই। তাকে বদলি করে তার স্থলে অন্য শিক্ষক যোগদান করেছেন। এ ক্ষেত্রে আমার কিছু করার নেই।