১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অংকুর সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন মেয়র

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
অংকুর সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন মেয়র

Sharing is caring!

Manual5 Ad Code

আল আমিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১১ তলা বিশিষ্ট অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ব্যাপ্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

 

Manual7 Ad Code

১৪ জানুয়ারি বিকালে সিটি মেয়র দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি সভাপতি অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ জ ম নাছির উদ্দিন নির্মিত ভবনটি উদ্বোধন করেছেন।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ভবন নির্মাণ কমিটির আহবায়ক মোফাখখারুল ইসলাম খসরু। সভায় অংকুর সোসাইটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব লিলি বড়ুয়া, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো শাহজাহান, দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার চৌধুরী বক্তব্য রাখেন। এসময় দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সহসভাপতি মো ইদ্রীছ, সদস্য আলাউদ্দিন আলম,জেড এস বখতিয়ার, রাশেদুল আমিন,মো নুরুল ইসলাম শাহীন, অংকুর সোসাইটি উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মো শাহ আলম, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর মোরশেদুল আলম, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,মমতাজুল হক রুক্কু, স্থপতি মেহেদী ইফতেখার, এ এ মোহাম্মদ সাইফুদ্দিন, প্রকৌশলী হারাধন আচার্য ও স্থপতি রতন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন শিক্ষক শ্বেতা চৌধুরী।

Manual6 Ad Code