১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক হতে হবে: চসিক মেয়র নাছির

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক হতে হবে: চসিক মেয়র নাছির

Sharing is caring!

Manual4 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:-

সিটি মেয়র ও মেরিন সিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের চিকিৎসক হয়ে উঠার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেরিন সিটি মেডিকেল কলেজের এমবিবিএস সপ্তম ব্যাচ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সিটি মেয়র বলেন, জনসাধারণ রোগাক্রান্ত হলে সৃষ্টিকর্তার পরে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের কাছেই নিজেকে সমর্পণ করে। কাজেই একজন চিকিৎসককেও সেই বিষয়টি মাথায় রাখতে হবে। একজন চিকিৎসকের উপরই রোগীর জীবন-মরণ নির্ভর করে। তাই একজন চিকিৎসককে হতে হবে নিজের বিদ্যায় পারদর্শী, দক্ষ, অভিজ্ঞ, সিনসিয়ার এবং সর্বোপরি একজন মানবিক মানুষ।

Manual8 Ad Code

 

 

মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. শামীম হাসান, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক অধ্যাপক ডা. নূর হোসেন ভূঁইয়া ও মেরিন সিটি মেডিকেল কলেজ অধ্যাপক ডা. সাইফুল ইসলাম খানসহ কলেজ শিক্ষার্থীরা।