Sharing is caring!
নাজমুস্ সা’দাত সাইফঃ ডোবার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত১৩ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাঁলচো ইউনিয়নের চিলাছোঁ গ্রামের পন্ডিত বাড়ির ছালতোতলা ডোবার পাড়ে বাচ্চার লাশটি দেখা যায়। এরপর হাজীগঞ্জ থানার এসআই এ কে এম হাসান মাহমুদ ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেন।
এসআই হাসান মাহমুদ জানান, নবজাতকের নাভী থেকে নিছের অংশ কুকুর বা অন্য কিছুতে খেয়ে ফেলছে। ধারনা করা হচ্ছে রোববার গভীর রাতে নবজাতককে কে বা কাহারা এখানে ফেলে গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ওসি আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক একেএম হাসান নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবজাতকের বয়স এক কিংবা দুইদিন হবে। নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ মর্গে প্রেরণ করা হবে।