১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় রাতের বেলায় আশ্রয় কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
টুঙ্গিপাড়ায় রাতের বেলায় আশ্রয় কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ

Sharing is caring!

Manual2 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

Manual6 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাতের বেলায় আশ্রয় কেন্দ্রের গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের আশ্রয় কেন্দ্রের ১৫০ পরিবারের মধ্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করে টুঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও শ্যামল চন্দ্র বসাক।

Manual5 Ad Code

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলি নূর, বর্নি ইউপি চেয়ারম্যান, শফিকুল ইসলাম (বাদশা) প্রমুখ উপস্থিত ছিলেন।

আশ্রয় কেন্দ্রের গোলাপী বেগম, বিল্লাল শেখ, তোতা মিয়া বলেন, আমরা গরীব মানুষ। ভালো শীতের কাপড় কেনার ক্ষমতা নেই। তাই সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে আমরা খুবই খুশী।

ভারপ্রাপ্ত ইউএনও শ্যামল চন্দ্র বসাক বলেন, এই কনকনে শীতে কোনও দুঃস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না পড়ে তাই সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই শী‌তে শীতার্ত‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাক‌বে।

Manual7 Ad Code