১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় – নিহত -১

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
ঝালকাঠিতে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় – নিহত -১

Sharing is caring!

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠিতে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

 

১১/০১/২০২০ইং তারিখ শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক যুবোককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধীয় জমিতে পাকা গড় উত্তোলন কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শালিস মীমাংসার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারে নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

 

এ হামলার ঘটনায় নুরুল ইসলাম আহত হয় বলে নিহতের পরিবার অভিযোগ করেন।

 

পরে নুরুল ইসলামকে রাত ৮টার দিকে কোর্ট রোডস্থ এ্যাডভোকেট ফয়সাল খানের চেম্বারের সামনে রাস্তায় আসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন রাস্তার পথচারীরা তাকে অটো গাড়ীতে তুলে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে আটটার সময় ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

তবে জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।