Sharing is caring!

মোঃ মালিক মিয়া,বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালী, কেক কাটা ও আলোচনা সভা এবং সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মানা প্রদান করা হয়েছে। বেলা ১২ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী হতে এক বিশাল র্যালী বের হয়। র্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভানুগাছ বাজার চৌমুহনীতে কেক কাটা হয়।
উক্ত সভাটি ভানুগাছ বাজারের স্টেশন রোডে চৌমুহনী সংলগ্নে রাস্তার উপরে বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হয় বিশাল প্যান্ডেল চৌমুনী সংলগ্ন স্টেশন রোডে নির্মিত করা হলে এতে দুদিন যাবত এ রাস্তাটি এক ধরনের বন্ধ হয়ে যায়, যায় ফলে এ পথে আসা লোকজন ও যানবাহন ভানুগাছ বাজারের ১০ নং রোড ও মদরিছ মার্কেট এর রাস্তা হয়ে যাতায়াত করতে দেখা যায় এতে আজ এ অনুষ্ঠান চলাকালীন সময়ে খন্ড খন্ড যানজটের সৃষ্টি হতেও দেখা গেছে।
দুপুর ১ ঘটিকার দিকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের আলী সজিব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ধীরেন ধর, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আনোয়ার পারভেজ আলাল, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক হাসান আহমেদ, পতনউষার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান পিপলু।