১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধ,যত্রতত্র পরিবহণ চাদা আদায় বন্ধসহ নানা নির্দেশনা প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২০
শেরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধ,যত্রতত্র পরিবহণ চাদা আদায় বন্ধসহ নানা নির্দেশনা প্রদান

Sharing is caring!

Manual1 Ad Code

 

মোঃ রুবেল মিয়া,, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

Manual1 Ad Code

শেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ তুলশিমালায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান অতিক।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকসেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলার পাচঁ উপজেলার নির্বাহী কর্মকর্তাগন,বিআরটিএ সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মশিউর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শহর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি সহ
সভায় বিভিন্ন উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ কার্যকরী পদক্ষেপ গ্রহন, অবৈধ যানবাহন, যত্রঅত্র অটোবাইক অফিসের নামে চাঁদা আদায় বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন ও বাল্যবিবাহ বন্ধ করার উপর স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেয়া হয়। এসময় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code