Sharing is caring!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শ্রীপুরে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। শনিবার বিকেলে শ্রীপুর পৌর শহরের “শ্রীপুর ভবনে” মাঠে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জামিল হাসান দুর্জয় তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে নতুন প্রজন্মকে আগামী দিনে পথ চলতে আহবান জানান। শ্রীপুর এলাকা থেকে যারা ঢাকার ভোটার হয়েছেন তাদেরকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করা ও ভোট দেয়ার অহবান জানান।
প্রবীণ আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুছ ছালামের সভাপতিত্বে আলোচনায় বকক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যার রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আহসান উল্লাহ, সাবেক জিএস অ্যাডভোকেট নজরুল ইসলাম, মাওনা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, রাজাবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, বরমী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, শ্রীপুর প্রেসক্লাব ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সফিকুর রহমান সফিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল হক রবিন, শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, সাধারন সম্পাদক রাকিবুল হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে সারা দেওয়ার অনুরোধ করেন।