১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
টুঙ্গিপাড়ায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ

Sharing is caring!

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থেকেঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় নারী মিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১ (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়,ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে বাড়ি না থাকায় টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের রথিন মন্ডলের ছেলে তরুণ মন্ডল (২৫) দীর্ঘদিন যাবত রাস্তাঘাটে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতো। এরপর বুধবার রাতে গৃহবধুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। তখন তার শাশুড়ি ধস্তাধস্তির শব্দ পেয়ে বাইরে এসে দেখে হাত মুখ বাধা অবস্থায় গৃহবধূকে ধর্ষণ করছে তরুণ মন্ডল। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম বলেন, বৃহস্পতিবার ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেছে। আসামি এখনও পলাতক রয়েছে।