Sharing is caring!

মোঃ আজাদ সিদ্দিকী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জানুয়ারি ২০২০ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী,উন্নয়ন দর্শন,চিত্রাংকন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক জনাব ফারুক সরকার চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহেম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক সমবায় অফিসার লাভলু তালুকদার মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া,খাষকাউলয়া ইউ’ পি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের সাধারন সসম্পদক আরিফ সরকার ছাত্রলীগের সভা পতি আঃ রহিম রেজা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীরা উপস্থিত ছিলেন।