Sharing is caring!

মো: আবুল হাশেম,বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’-এর শুভ উদ্বোধন হয়েছে ।
শনিবার (১১ জানুয়ারী ) সকাল সাড়ে ৮ টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” -২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. মাকসুদা বেগম, মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ, ডা. দিদারুল মেহের, ডেন্টাল সার্জন ডা. আরিফ বিন রশীদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রূপন কান্তি চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদুল হক জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় লামা উপজেলায় ভ্রাম্যমান ৬টি কেন্দ্র সহ মোট ১৫১টি কেন্দ্রে ১৯হাজার ৯শ ২১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী প্রায় ২ হাজার ৬শ ৫৮ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা) এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১৭ হাজার ২শ ৬৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা) খাওয়ানো হবে।