১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

পাকশী হাইওয়ে সড়কে ড্রাইভারদের মাদক সেবন টেস্ট

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
পাকশী হাইওয়ে সড়কে ড্রাইভারদের মাদক সেবন টেস্ট

Sharing is caring!

মোমিনুল ইসলাম ,পাবনা : পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে ফাঁড়ি পুলিশ কর্তৃক আজ শনিবার (১১-০১-২০)তারিখে দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়ে সড়কে চলাচলকারী বাস, ট্রাকের ড্রাইভাররা মাদক সেবন করে গাড়ী পরিচালনা করছেন কি না তা ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা চালানো হয়।

 

পাকশী হাইওয়ে ফাঁড়ি অফিসার ইনচার্জ মো. আলমগীর কবীর জানান চীন থেকে আমদানীকৃত এলকোহল ডিটেক্টর এর মাধ্যমে বাস, ট্রাকের ড্রাইভারদের মুখের মাঝে ধরার সাথে সাথে ড্রাইভার মাদক/ এলকোহল গ্রহন করেছে কি না তা তাৎক্ষনিক যন্ত্রের মাধ্যমে জানা যাবে। ঘন্টা ব্যাপী মাদক সেবন পরীক্ষা চলাকালে কোন ড্রাইভারকে মাদক গ্রহনের রিপোর্ট পাওয়া যায়নি।

 

এসময় উপস্থিত জনতা ড্রাইভারদের করতালীর মাধ্যমে শুভেচ্ছা জানান। পাকশী হাইওয়ে ফাঁড়ীর সার্জেন্ট মোঃ আরিফুল ইসলাম বলেন আমাদের টিম গাড়ির ড্রাইভারদের এলকোহল ডিটেক্টর মেশিনের মাধ্যমে মাদক পরীক্ষা করছে এত এখন ও কোন মাদক সেবন ড্রাইভার পাওয় যায়নি।

 

এটি পাবনা জেলা সাংবাদিক কল্যান ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক মো. ইয়াছিন শেখ ও অর্থ সম্পাদক তুহিন হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, এই অভিযান এখন থেকে প্রতিদিনেই পরিচালনা করা হবে।