Sharing is caring!
আবু সাঈদ শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী,আওয়ামীলীগ নেতা এবং ৪নং ওয়ার্ডের সফল মেম্বার কফিল উদ্দিন ও আলহাজ্ব আহাম্মদ আলী সরকার এর স্বরণে ৫ বার্ষিক ইছালে ছোয়াব ও দোয়া, মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধনুয়া গ্রামের নিজ বাড়িতে বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত এ দোয়া, মিলাদ মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুপারটেনডেন্ট,চকপাড়া হাজ্বী নজীবুল্লা দাখিল মাদরাসা ও আমির হাসনপুর দরবার শরীফ নেত্রকোনা মাওলানা মো: মানছুরুল আলম এর সভাপতিত্বে ,লুৎফর রহমান মেজবা’র পরিচালনায়, ৫বার্ষিক ইছালে ছোয়াব ও দোয়া, মিলাদ মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পীরজাদা,পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মো: নূরে আলম আনসারী,হসনপুর দরবার শরীফ নেত্রকোনা। বিশেষ মেহমান হিসেবে ছিলেন (মাওঃ মুফতি) শাহ্ ওয়ালি উল্লাহ্ সোবহানী বি-বাড়ীয়া। মেজবাহ উদ্দিন, মোখলেছুর রহমানসহ স্থানীয় উলামায়ে কেরামগণ।
মরহুম কফিল উদ্দিন এর পিতা মরহুম আহাম্মদ আলী সরকার যিনি ধনুয়া কাচারী পাড়া আহাম্মদীয়া দাখিল মাদসার প্রতিষ্ঠাতা এবং জমি দাতা। দীর্ঘ দিন কফিল উদ্দিন মেম্বার ধনুয়া গ্রামের ৪নং ওয়ার্ডে সুনামের সাথে দায়ীত্ব পালন করে গেছেন। ২০১১ সালে মৃত্যু বরন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, । তিন ছেলে ছয় মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বক্তারা বলেন, মরহুম কফিল উদ্দিন মেম্বার ছিলেন একজন সৎ ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব।
রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নেও ভুমিকা রেখে গেছেন। বর্তমানে সমাজে তার মতো গুনী মানুষের খুবই প্রয়োজন ছিল।
সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।