Sharing is caring!
মনির সরকার, বিশেষ প্রতিনিধি:
চুনারুঘাট সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে অপ-সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আলমগীর তালুকদার। মতবিনিময় শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বহুল প্রচারিত দৈনিক যুগান্তর এর সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় মধ্য বাজার রশিদ ম্যানশনে সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ মতবিনিময় সভা ও সংবর্ধার আয়োজন করা। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, যুগ্ন সস্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য এস,আর রুবেল, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন, সাবেক সাধারণত সম্পাদক রায়হান আহমেদ, আব্দুল হাই প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, অর্থ সম্পাদক শাহজাহান জলি, দপ্তর সম্পাদক শেখ হারুনর রশীদ ও প্রচার সম্পাদক শিফন।