১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

Sharing is caring!

সুমন মল্লিক,বিষেশ প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়ায় বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ক্ষণগণনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কেন্দ্রীয় কর্মসূচি দেখা জন্য বড় পর্দায় প্রদর্শনী ব্যবস্থা করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল মনির, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহম্মাদ ফয়সাল উদ্দীন, উপজেলা আওয়ামী লাগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক, সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দীন প্রমূখ ।বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫সহাস্রাধিক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।