১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২০
ইন্দুরকানীতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা পালিত

Sharing is caring!

 

সুমন মল্লিক ,বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা আ’লীগর কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে শোভাযাত্রায় ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ’’বঙ্গবন্ধুর উন্নয় শীর্ষক’’ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, উপজেলা আ”লীগে সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, মুক্তিযোদ্ধা ও জেপি নেতা মোঃ মোশাররফ হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ই¯্রাফিল খান নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বজলুর রহমান মিন্টু। জন্মশতবার্ষিকীর উপলক্ষ্যে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।