Sharing is caring!
জাহিদুল ইসলাম জাহিদ, গাইবান্ধা প্রতিনিধি:
সুন্দরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকান্ডের আলামত হিসেবে রাজমিস্ত্রী উত্তম চন্দ্র দেবনাথের পুকুর থেকে চারটি দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তমের স্ত্রী ললিতা রানী এবং তার কিশোর প্রেমিক প্রতিবেশী শম্ভু চন্দ্র সরকারের পুত্র অষ্টম শ্রেণী পড়–য়া ছাত্র স্বদেশ চন্দ্র দেবনাথকে (১৪) গ্রেফতার করা হয়েছে।
হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ললিতা রানীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ স্বদেশ চন্দ্রকে গ্রেফতার করে। স্বদেশের স্বীকারোক্তি অনুযায়ী গত বুধবার সকাল থেকে উত্তমের বাড়ির পিছনের পুকুরের পানি ফায়ার সার্ভিসের সহযোগীতায় সেল মেশিন দিয়ে সেঁচে সন্ধ্যার দিকে একটি কুড়াল দু’টি ছোট ছুড়ি এবং একটি হাঁসুয়া উদ্ধার করে।
হত্যাকান্ডের দিন উত্তমের স্ত্রী ললিতা রানীর পরিকল্পনা অনুযায়ী তার প্রেমিক স্বদেশ চন্দ্র দেবনাথকে সঙ্গে নিয়ে হত্যাকান্ড ঘটানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গাইবান্ধা মঈনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, প্যানেল মেয়র মশিউর রহমান ও এলকার অনেক জনতা উপস্থিত ছিলেন। প্রেমঘটিত কারণে হত্যাকান্ডটি সংগঠিত হতে পারে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পৌরসভার তাঁতীপাড়ায় রাজমিস্ত্রী উত্তম কুমার দেবনাথকে তার শয়ন কক্ষে হত্যা করা হয়।