১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

ভোলা শিবপুরে জমি জমার বিরোধ নিয়ে হামলা আহত ১

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
ভোলা শিবপুরে জমি জমার বিরোধ নিয়ে হামলা আহত ১

Sharing is caring!

টিপু সুলতান, ভোলা জেলা প্রতিনিধি :

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং রতনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়। বর্তমানে আহত খাদিজা বেগম( ৪৫)ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

জানা যায়, রতনপুর গ্রামের কেরানি বাড়ীতে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে পার্শ্ববর্তী সাহাজান গং দের সাথে। গতকাল বৃহস্পতিবার (৯/১/২০২০) বেলা ১২ টায় খাদিজা বেগম তার বাড়ির পিছনে থাকা জমিতে গেলে পার্শ্ববর্তী শাহজাহান ও তার পরিবার মিলে খাদিজা বেগমের উপর হামলা করে।এ হামলায় খাদিজা বেগম আহত হলে স্বামী নুরুল ইসলাম তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ড (৬৫)ভর্তি করানো হয়।

 

খাদিজা বেগমের স্বামী নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমার পার্শ্ববর্তী সাজান এর সাথে আমার বাড়ির পিছনে থাকার জমি নিয়ে বিরোধ চলতে থাকে। এমন অবস্থায় কিছুদিন আগে ওই জমিতে আমার পরিবার শীতকালীন সবজি রোপন করেন। গতকাল বৃহস্পতিবার আমার পরিবার জমিতে গেলে শাহজাহান ও তার ছেলেসহ পরিবারের লোকজন মিলে আমার পরিবারের উপর অতর্কিত হামলা করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে দেখি আমার পরিবার অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষণিক আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে যাই বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন।