Sharing is caring!

ফারুক আহমেদ ,মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় শুক্রবার ১০ জানুয়ারি বর্ণিল আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
স্থানীয় নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব সাইফুজ্জামান শিখর এবং মাগুরা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ দলটির বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মীরা।
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বক্তারা বলেন,১০ জানুয়ারি বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক খুশির দিন। এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাইফুজ্জামান শেখর বলেন,বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে।
তাই এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন,মাগুরাতে দলকে আরও সুসংগঠিত করাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।