১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

মানবতা ব্লাড ডোনেট ফাউন্ডেশন সৈয়দপুর এর পক্ষ থেকে শীতের উপহার

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
মানবতা ব্লাড ডোনেট ফাউন্ডেশন সৈয়দপুর এর পক্ষ থেকে শীতের উপহার

Sharing is caring!

মোঃ আমির হোসেন,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

মানবতা ব্লাড ডোনেট ফাউন্ডেশন সৈয়দপুর এর পক্ষ থেকে শীতের উপহার। নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলার স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গড়ে উঠা মানবতা ব্লাড ডোনেট ফাউন্ডেশন।অসহায় মানুষের জন্য তারা প্রতিদিন অসংখ্য রোগীর জীবন বাচাতে রক্তের ব্যবস্থা করে যাচ্ছেন। ফেসবুক ভিক্তিক এই সংগঠন এর সকল সদস্যদের সহযোগিতায় পৌঁছে দেওয়া হয়েছে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার। আজ সারাদিন সংগঠনের ভলান্টিয়াররা শহরের বিভিন্ন ওয়ার্ডে,ভ্যান যোগে ঘুরে ঘুরে সেইসব মানুষকে শীতবস্ত্র দিয়েছেন যারা কখনো কোন শীতবস্ত্র সাহায্য পাননি। এইসময় সংগঠন এর ভলান্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন, জিনাত আর জিতু,মোঃআমির হোসেন (জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি),নিশাত রায়হানা ইতু,রেজাউল ইসলাম রিয়েল,সোহেল রানা,পলাশ,হাবিবুল্লাহ মিল্লাত, মিতুসহ আরো অনেকে। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি প্রতি মাসে নিজ উদ্দোগে বিভিন্নরকম সচেতনতা মূলক ক্যাম্পিং এর আয়োজন করে থাকে সংগঠনটি।
অসহায় মানুষের পাশে এই গ্রুপের সকল সদস্যদের সহযোগিতা সবসময় থাকবে বলে আশাবাদী।