Sharing is caring!

মোঃ রুবেল মিয়া ,ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে ক্ষণগণনা উদ্বোধন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে শুক্রবার বিকাল ৩টায় শহরে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র্যালিটি জনতা মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা কাউন্ট ডাউন্ড ক্ষণগণনা স্পটে এসে শেষ হয়।
এরপর স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল) সুইচ টিপে মুজিববর্ষের ক্ষণগণনা কাউন্ট ডাউন শুভ উদ্বোধন করেন।
মুজিববর্ষের কাউন্ট ডাউন ক্ষণগণনা উদ্বোধন ও শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।