Sharing is caring!

রাজিব হোসেন সুজন, বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানঃ বরিশাল কুয়াকাটা মহাসড়কে বদরপুর ইউনিয়নের গাবুয়া নামক স্থানে অদ্য দুপুর আনুমানিক ২ঃ৪৫ মি,এর সময় সাকুরা পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব ১১-৪৫৯৯) গাড়িটি বরিশাল থেকে কুয়াকাটা গামি একটি মটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মটর সাইকেলের যাত্রী হাফিজুল ইসলাম বাবু ঘটনা স্থলে নিহত হয়,।এবং চালক সুরুজ আহমেদ গুরুতর আহত হয়। চালক ও প্রতক্ষদর্শিরা জানায় সাকুরা পরিবহনের বাসটি মটর সাইকেলের পিছনে স্বজোরে ধাক্কা দিলে মটর সাইকেলের পিছনে থাকা যাত্রী ছিটকে পরে গাড়ির নিচে পরে গিয়ে ঘটনা স্থলেই হাফিজ নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়। আহত সুরুজ আহমেদ পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘাতক বাস ও ড্রাইভার সাইফুলকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। জানা গেছে হাফিজ সহ চার বন্ধু মিলে বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিলো এরা সবাই বরিশালের পান্থপথের বাসিন্দা, সকলে বিভিন্ন ব্যবসার সাথে জরিত। স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন,দীর্ঘ দিন যাবত পটুয়াখালী ঢাকা কুয়াকাটা রুটে সাকুরা পরিবহনের নিয়ন্ত্রণহীন গাড়ী চালানোর কারনে এই রুটে একাধিক তাজা প্রান ঝরে পরলেও কতৃপক্ষের উদাসীনতায় এর কোন নিয়ন্ত্রণ হচ্ছে না। এখনই এদেরকে নিয়ন্ত্রণ করা নাহলে প্রতিদিনই লাশের কাতারে যোগহবে নতুন নতুন নাম,সাথে বারবে স্বজন হারানোর আহাজারি। এ বিষয় পটুয়াখালী ট্রাফিক পুলিশকে আরও সচেতন হওয়ার আহবান জানান বিশেষজ্ঞ মহল।
এবিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান,এব্যপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি, লাশ মর্গে পাঠানো হয়েছে।এমনটাই জানায় তিনি।