১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
ভোলা বোরহানউদ্দিনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Sharing is caring!

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার বোরহানউদ্দিন সরকারি হাইস্কুলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক।

এছাড়া জেলা পরিষদের সদস্য শাহজাদা তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যহ, সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম গজনবী প্রমূখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল, কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

র‌্যালি শেষে উপজেলা চত্বরে বড় প্রজেক্টোরের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সরাসরি অনুষ্ঠান সকলে উপভোগ করেন। সন্ধ্যার পর মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।