Sharing is caring!

এস এম শহিদুল ইসলাম (বাবলু) স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের চিলমারী থানাহাট সদর মাটিকাটা থেকে উপজেলা সব চেয়ে বড় হাট জোড়গাছ বাজার পর্যন্ত প্রায় ৫ কিঃমিঃ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি যেন পরিণত হয়েছে এখন জনগনের মরন ফাঁদে।এ রাস্তাটি বেহাল দশা হলেও নজর নেই কর্তৃপক্ষের ফলে দিনের পর দিন দুর্ভোগ বেড়েই চলছে বাড়ছে দুর্ঘনাও।
আজ সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার সদর থেকে
জোড়গাছ বাজার যাওয়ার একমাত্র পাকা ও প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে প্রায় ৫কিঃমিঃ রাস্তাটিতে শতশত ইট ও পাথরের খন্ড বের হয়েছে । এমনি কি বিভিন্ন স্থানে স্থানে রাস্তাটি সরু হওয়ায় দীর্ঘদিন থেকে রাস্তা টি চলচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘটছে প্রায় সময় দুর্ঘনা। বছরের পর বছর পেড়িয়ে গেলেও কোন প্রকার সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। অথচ ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, ট্রলি,অটোরিকসা-ভ্যান, ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের ভারি যানবাহন চলাচল করছে জীবনের ঝুকি
নিয়ে। সড়কটির সংস্কার না করায় উপজেলা একমাত্র বড় হাট ও বাজারটি উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ব্যবসায়ী মাইদুল ইসলাম,ও নজরুল ইসলাম মাতৃজগতকে জানান জোড়গাছ হাট থেকে প্রায় প্রতিদিন ধান,
পাট, সরিষা, গমসহ বিভিন্ন প্রকার মালামাল দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে যার কারনে শতশত মানুষেরও কর্মসংস্থান হয়েছে কিন্তু সড়কের বেহাল দশার কারনে ট্রাক বা মালবাহি গাড়িগুলো আসতে বড় সমস্যা হচ্ছে।
হাট ইজারাদার জানান প্রতি বছর এই হাট
থেকে সরকার লক্ষ লক্ষ টাকা আয় করছে কিন্তু একমাত্র সড়কটি মরন ফাঁদে পরিনত হওয়ায় বড় সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে ক্রেতা ও বিক্রেতা কমে যাচ্ছে।
ট্রাক চালক হাফিজুর বলেন সড়কের যা
অবস্থা পুরো সড়কে গর্ত দিয়ে ভর্তি ফালে
গাড়ি নিয়ে উক্ত সড়কে গেলে বড় মুশকিলে পড়তে হয়। অটো চালক দুলাল ও সুজন এবং রিক্সা চালাক শিপন বলেন রাস্তার যা অবস্থা দুটো অটো ক্রস করতেই মুশকিল এর উপর ট্রাক ঢুকে পড়ছে ক্রস করতে যে কি
বিপদে পড়তে হয় তা বলাই মুশকিল।
দুর্ভোগের কথা স্বীকার করে উপজেলা
প্রকৌশলী মোঃ আজিজার রহমান বলেন
আশা করছি জনগনের দুর্ভোগ দুর করতে অতিদ্রুত সড়কের কাজ শুরু হবে।
বিস্তারিত পএিকায়।