১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর ছায়া নামতে দেখে অঝোরে কাঁদলেন-কাঁদালেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
বঙ্গবন্ধুর ছায়া নামতে দেখে অঝোরে কাঁদলেন-কাঁদালেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর

Sharing is caring!

জাগির হোসেন, বালাগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণগননার উদ্বোধনী অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

আজ শুক্রবার (১০জানুয়ারি) সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপনের নিমিত্ত ক্ষণগণনা কার্যক্রম অনুষ্টান সরাসরি প্রদর্শনীর সময় বিমান থেকে বঙ্গবন্ধুর ছায়া নামতে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। তাঁর কান্না দেখে অনুষ্ঠানে উপস্থিত সবাই চোখের পানি ধরে রাখতে পারেননি।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা প.প. কর্মকর্তা ডা. হামিদা বেগম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুগ্ন সাধারন সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি হুসাইন আহমদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন, উপজেলা পরিষদের সিএ সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী, অফিস সহকারী তোফায়েল হোসেন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামসুল হক প্রমুখ।