১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

রংপুরে মুজিব বর্ষের ক্ষণগণনার প্রস্তুতি সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
রংপুরে মুজিব বর্ষের ক্ষণগণনার প্রস্তুতি সম্পন্ন

Sharing is caring!

মোঃ মনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে ক্ষণগণনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

 

রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠ সংলগ্ন মূল সড়কের পাশে বসানো হয়েছে কাউন্টডাউন ক্লক।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষ ক্ষণগণনা শুরু হবে।

 

এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন ঘিরে নানা কর্মসূচি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

 

আয়োজন ঘিরে রয়েছে আনন্দ র‍্যালী ও বঙ্গবন্ধুর ওপর তথ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠানের।

 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের কাউন্টডাউন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 

এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে।