Sharing is caring!


আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই ঐতিহাসিক দিনে শ্রীপুর বাসির জন্য ঐতিহাসিক অর্জন। এই অর্জন এক দিনে আসেনি দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই অর্জন।
শুভেচ্ছা ও অভিনন্দন গাজীপুর -৩ এর সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন সবুজ ভাই কে উনার নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন দায়িত্ব পাওয়ার এক বছরের মধে। আবার প্রমান করলেন ইচ্ছা থাকলে জনগণের উন্নয়ন করা এক জন সংসদ সদস্য এর জন্য শুধু সময়ের বেপার। শ্রীপুর বাসি আপনার প্রতি কৃতজ্ঞ প্রিয় নেতা। প্রিয় নেতা মোঃ ইকবাল হোসেন সবুজ ভাই এর অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা,

হস্তক্ষেপের ফলে ও Topon Bonik এবং উনার সহ যোদ্ধাদের ৪ বছরের ঝড়,বৃষ্টি, ও সমস্ত প্রতিকুলতা মাথায় নিয়ে অক্লান্ত, পরিশ্রম ও নিরবচ্ছিন্ন আন্দোলনের সফলতা এই অর্জন। বিশেষ ভাবে ধন্যবাদ পাওয়ায় যোগ্য Topon Bonik উনাকে
শুধু ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে উনার প্রতি কৃতজ্ঞতা স্বাকার করা হয় না আমার ভাষা জানা নাই কিভাবে উনার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বাকার করবো। মামলা হামলার শিকার হওয়ার পরেও দমে যাননি৷ শ্রীপুর বাসির জন্য দারে দারে ঘুরেছেন আন্দোলন করে গিয়েছেন। পরিশেষে আমরা শ্রীপুর বাসি আনন্দিত।