Sharing is caring!

মোঃ জাহান জেব কুদরতী, বাগেরহাট জেলা প্রতিনিধি :
গেল রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত (১০/০১/২০২০ইং,রোজ-শুক্র বার শুরু মাত্র) রাত ১২.৪৫ মিনিটের সময় দক্ষিণ বাংলার প্রবীন ও বঙ্গবন্ধু আমলের রাজনৈতিক ব্যক্তিত্ব,বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের বারবার নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য সাবেক মহিলা,শিশু ও সমাজ কল্যান প্রতিমন্ত্রী লক্ষ লক্ষ আমজনতা ও রাজনৈতিক নেতার অবিভাবক,বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধা,সর্বজন শ্রদ্ধীয় জননেতা জনাব ডাঃ মোজাম্মেল হোসেন এম,পি মহোদয় মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে হার্ট এটাক হয়ে চিকিৎসারত অবস্হায় (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে) চলে গেলেন আমদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
আমরা তথা এলাকা বাসী,তথা বাগেরহাট বাসী,তথা দেশ বাসী হারালাম একজন রাজনৈতিক অবিভাবককে।মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।
ইয়া আল্লাহ তুমি উনার সকল ভুল-ভ্রান্তি গুলোকে ক্ষমা করে দিয়ে উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুলে মঞ্জুর করে নাও-আমিন,সুম্মা আমিন।।