Sharing is caring!

টিপু সুলতান,ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে উপজেলার যুবলীগের সম্পাদকসহ ৯ জনকে আটক করছে পুলিশ। গতকাল রাত ১টায় বোরহানউদ্দিনে পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচীয়া ইউনিয়নের কুঞ্জের হাট এলাকা থেকে উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক সহ ৯জনকে আটক করা হয়। এসময় উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, কুঞ্জের (ভি,পি,এম) মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোকাম্মেল হক ভূঁইয়া সহ ৯জনের কাছ থেকে ৩১৫ পিচ ইয়াবা ও এক কেজি ২৫গ্রাম গাজা উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিওিতে বোরহানউদ্দিনে উপজেলার যুবলীগের সম্পাদক ইসমাইল খান সহ ৯জনকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা সহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্তন আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হবে।