১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আইজি ব্যাজ পদক পেয়েছেন

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২০
ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আইজি ব্যাজ পদক পেয়েছেন

Sharing is caring!


Manual7 Ad Code

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধি ::

আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পেলেন আইজি ব্যাজ পদক-২০২০।

 

Manual7 Ad Code

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে এ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

 

জানা যায়, ফাতিহা ইয়াসমিন ঝালকাঠিতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন।তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

 

ঝালকাঠিতে অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীকে তিনি সেচ্ছায় আত্মসমর্পণ করার উদ্যোগ নিয়েও সফল হয়েছেন। কিশোর গ্যাংদের দৌরাত্ম বন্ধ করতে নিজেই শহরের পার্ক ও রাস্তাঘাটে অভিযান পরিচালনা করেছেন।

 

কিশোর-যুবক-যুবতীদের তিনি বুঝিয়ে রাতের আড্ডা বন্ধ করে পড়ালেখায় মনোনিবেশ করিয়েছেন। এতে অভিভাবকরাও পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual8 Ad Code

 

ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালিয়েছেন বছরজুড়ে। ট্রাফিক আইন মান্যকারীদের হাতে ফুল দিয়েও শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে রাতে ঘুরে ঘুরে জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেও প্রশংসা কুড়িয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অল্পদিনেই ঝালকাঠিতে ব্যাপক জনপ্রিয় হওয়ায় অবশেষে পুলিশের ‘আইজি ব্যাজ পদক’ পেলেন তিনি।

Manual1 Ad Code
Manual5 Ad Code