Sharing is caring!


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রকৃত খামার ব্যবস্থাপনার মাধ্যেমে নিরাপদ দুধ উৎপাদন খামারীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে নিজস্ব চুক্তি ভিত্তিক চাষীদেরকে পুরস্কৃত করেছে প্রান ডেইরী লিমিটেড।
আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ নামক স্থানে প্রান ডেইরী কমপ্লেক্সে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মৎস্য ও প্রানীসম্পদ প্রতি মন্ত্রী আশরাফ আলী খান খসরু।এ সময় উপস্থিত ছিলেন, প্রান আর এফ এল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী।তিনি বক্তব্যে বলেন, সাস্থ্যবান জাতী গঠনে দরকার পুষ্টি।পুষ্টির ভিত্তি হল দুূধ।আর এ দুধের উৎপাদনে অগ্রনী ভুমিকা পালন করে খামারিরা। আজ তাদেরকে সম্মানীত করে আমরা নিজেরাই সম্মানিতবোধ করছি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রানীসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক ডাঃ আবু সৈয়দ মোঃ নাসির উদ্দিন খান,জেলা প্রানীসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূইয়া,প্রান ডেইরী “র নির্বাহী পরিচালক ডাঃ মনিরুজ্জামান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যন মামুনুর রশিদ লিয়াকত,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)জাকিয়া সুলতানা, শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক প্রমূখ।